পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8wo রাস্বল-বিজয় কাব্য । এ দন্ধনয়নে। মাৰ্ত্তও, এখন দৰ্পে শাসিছ এ পুরী ! —ঝলসিছ চারিদিক প্রখর কিয়ণে স্ব-সুতের জয়োল্লাস ভবিষ্যৎ নেত্ৰে আজি হেরিয়াছ বুঝি দিবাকর ? নিশ্চয় জানিও, দেব, এই গ্রীব, এই বাহু, ভাঙ্গিলে ভাঙ্গিতে পারে, কৰ্ভু নাহি হ’বে অবনত ।” এত কহি দ্রুতগতি বাহিরিলা রক্ষপতি, প্রতিহারিগণ সহ হেরিতে স্ব-পুরী। হেরি দিবাকরকর, দিবান্ধ যেমতি মুদে আঁখি, মুদিলা লোচন রক্ষঃ, হেরিয়া সে ভগ্নপুরী নেত্ৰদাহকর । নরহস্তা বথা, স্বহস্তপাতিত শবদেহ হেরি, ধৰ্ম্মাধিকরণভয়ে পালায় সন্ত্রাসে, বিকট পুরীর দশা হেরি দশানন পালাইলা উৰ্দ্ধশ্বাসে রাজপথ হ’তে ; আগু প্রবেশিলা আসি মন্ত্রণা-আগারে শান্তিহেতু । পশ্চাতে অমনি দূতবর বিদ্যুতের গতি আসি বন্দি নিবেদিল— “লণ্ডভণ্ড এ স্বর্ণনগরী, মহারাজ ;