পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সর্গ । రి

  • - ---- SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS

অস্থপতিসম জাম্ববান ঋক্ষরাজে, কপিদলে, আর আর সেনাবৃন্দে, শুভক্ষণে পাইকু এ দিনে। ইন্দ্রজিং হত এ সমরে। এতদিনে বুঝিলাম আমি, হবে সিদ্ধ মনোরথ । জনকনন্দিনী সীতা হইবে উদ্ধার, প্রক্ষালি ইক্ষাকুকুলে এই অপবাদ, নিবিড় কালিম, রক্ত-স্রোতে । সসাগরী ধর, এতদিনে স্বর্যবংশ-বীৰ্যাখ্যাতি গাইবে হরষে ;– প্রায়শ্চিন্ত হ’বে সমুচিত। গত বীর মেঘনাদ ; বীরপূন্ত লঙ্কা আজি। বীরপত্নী-খেদে আকুলিত নভস্থল। তা-ও, মিত্র, সহে না এ প্রাণে । অন্তায় সমরে এ অসংখা বীর, হয়, কেন বা আইলা । শুভবুদ্ধি কেহ নাহি দিলা রক্ষে ? নিজ কৰ্ম্মদোষে ভুঞ্জে তাপ জীবকুল ; কার সাধ্য নিবারিবে তাহে ?” এতেক কহিয়া, চাহি সুষেণের পানে কহিলা নৃমণি দয়াময়—“সু-ঔষধ ত্বরায় বিতর লক্ষ্মণের ক্ষতদেহে, হরিযুথপতি ;