পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ রাঘব-বিজয় কাব্য । আর কি আছে ভরসা ? একমাত্র মহী, এ বংশের বংশধর ছিল এই পুরে, প্রেতকার্য, জলপিণ্ড, রক্ষকুলখ্যাত, সকলেরি রক্ষাভার ছিল এক করে , তাও তিরোহিত আজি বিধিবিড়ম্বনে ! নিশ্চয়,-নিশ্চয়, কথা বুঝিলাম আজি । গত রাজা, গত থাতি ; কি লইয়া আর রহিব এ শূন্তদেশে ?”—কহিতে কহিতে ভাষা, নীরব রাক্ষসপতি, ছিন্নতার ত্রিতন্ত্রী যেমতি, অকস্মাৎ । সতীকুলশোভা মহিষীর হৃদে, বাজিল বিষম শেল পতির বিষাদে । “হায় নাথ, সতা কি মই হত এ কালসমরে ? অহো, পরিণাম, শস্তু, এই কি হইল এতদিনে অভাগীর ? সে ত নিষ্পাপশরীর, নির্লিপ্ত এ রণে । কেমনে সহিব আমি, নিশাচরেশ্বর, কেমনে সহিব আর এ অস্তিম বাথ ? রক্ষ্যেবংশে সতাই কি তবে, কেহ না রহিবে, নাথ, জাগাইতে স্মৃতি ? হায়, বৎস, প্রাণ ভরে ক্রোড়ে তোমা’