পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ‘no রাঘব-বিজয় কাব্য । কেন, এ সমররঙ্গে মাতি, অকারণ এই বিড়ম্বন ? কাহার এ দেশ ? "দেশরক্ষা বলি কেন উত্তেজনা ? দাড়াইতে স্বীয়-পাদ-পরে, নাহি ভূমি যে জনের বিন্দুমাত্র, তার কহ দেশ কি আবার * শুনিতে শুনিতে রাজা লাগিলা চলিতে অবশ। আবার সহসা, ধ্বনিল ধ্বনি বিকট, বিকটতর, যেন কোন পুরবাসী আস্ফালিছে মৰ্ম্মাহত—“ঘোর রণে মাতিয়াছে নৈকষেয়, মাতিয়াছে লঙ্কাঅধিবাসী । অহে!—কি মূখত । অধৰ্ম্মের সহায় যে জন, অধৰ্ম্ম-আচার-সম সে-ও পাপী, ডুবে রসাতলে । সেইহেতু ডুবিছে এ স্বর্ণলঙ্কা ৷ দুৰ্গতির প্রান্তদেশে আসিয়াছে এই পুরী ; তথাপিও বাজী’য়ে দুন্দুভি, আহবানিছে রক্ষোবৃন্দে এ অন্যায় রণে ? যা'র ইচ্ছ, যাক চলি— ক’জনই বা আছে এই কুলে,—ইচ্ছা হয়, যা’র ইচ্ছ, যা’ক চল রাবণের তরে ; মসিমান রক্ষেলোহ বিসর্জি সমরে