পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१२ রাঘব-বিজয় কাবা । এ সংযুগে, কার্যসিদ্ধি কভু না হইবে। বৃথা জীবহতা, বৃথা লোহক্ষয় সার । কিন্তু এই লঙ্কাপুরে, তাজে যদি মোরে প্রতিজন, তথাপি থাকিতে এই ভূজ, অরাতির পাদমূলে নৈকষেয় কড় নাহি হবে অবনত । একাকী সমরক্ষেত্রে দেখাইব সে মানবদ্বয়ে, প্রতিফল ধৃষ্টতার কিবা । জননীর পাদপদ্ম স্মরি, পশিব সমরস্রোন্তে আজি, জুড়াইতে এই অন্তৰ্দাহ। বিতর্কের এ নহে সময় । অন্তরে বাহিরে, লোলজিছা অগ্নিশিখা যার বেড়িয়াছে চারিদিকে ; হায়, কোন গতি আছে কি তাঙ্গার ? প্রতিগমনের পথ রুদ্ধ যে এখন ; না হ’লেও, কিবা ফল আছে তাতে আর ? মহার্ণব লক্ষা করি ধাইলে তটিনী, পারে কি ফিরিতে আর অচল-অালয়ে ? সেই দশা হইয়াছে মম । সকটক শ্রীরাম-লক্ষ্মণ হইবে নিৰ্ম্মল ; নহে, এই রক্ষকুল সঙ্গ বিশ্ৰব্য-তনয়