এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ত্রয়োদশ সর্গ ! ミゲ○ সৰ্ব্বশত্রুবিনাশন আদিত্য-হৃদয়জপ,—সেই পুণ্যতথ্য শুনাইব তোমা’ আজি ; মহাবাহু, শুন ভক্তিভরে ।” মহাবাহু শত্রুনিষুদন নরেন্দ্র বিনয়ী, তুষিতে হিতৈষী জনে, ভক্তি-পরিপ্ল্যুতহৃদে কহিলা ঋষিরে—“ঋষিবর, ধন্য স্নেহ, ধন্ত হিতাকাঙ্ক্ষা তব । এ-অধমতরে, দেব, এ আয়াস আজি । নাহি ক্ষুদ্র পিপীলিক, ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম জীব এ জগতে, অবিরাম রয়ে, তব দয়াস্রোতঃ যাহে না হয় পতিত । স্নেহময় প্রাণ তব পরহিতরত। বাহুবল, হে যোগীন্দ্র, তুচ্ছ এ জগতে । দৈববলে বলীয়ান্ ফেব, সেই ত প্রকৃত বলী এ নশ্বর দেশে কহ সেই পুণ্যতথ্য, জয়াবহ সেই জপ, কহ দয়া করি । , অবশু পাইব ত্রাণ এ দুর্দিনে আজি ।” নীরবিল রঘুনাথ। গঙ্গোত্রীর মুখে, মহেশ্বরজটা হ’তে ঝরেন যখন ত্রিপথগা, গঙ্গাধর সে গম্ভীর নাদে