পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

求brb" রাঘব-বিজয় কাব্য ইতস্ততঃ ছুটিতেছে রথাঙ্গ বেড়িয়া । রবির পরিধি, শোণিতের ধারামাখ কেন চারিদিকে ? গাঢ়কৃষ্ণ বৃত্তাকার ক্ষুদ্র বিন্দুরাশি, কলঙ্কিত করিয়াছে বিম্ব ভাস্করের | পবন স্তম্ভিত যেন তুষারের সম! কেন বা সহস্র উৰ্ম্মি বিশাল অম্বুধি, নিদ্রিত চিরশয়নে আজিকার দিনে ? সাঙ্গ অভিনয় বুঝি, আজি রাবণের এই ধরারঙ্গভূমে, চিরদিন-তরে । দেখিতে দেখিতে আসি সমরপ্রাঙ্গণে উপজিল সে বাহিনী। মুহূর্তে তখন দাড়াইলা বীরসাজে রাঘৰীয় চমু। বিকট হুঙ্কারি গৰ্ব্বে, আহানিলা রণরঙ্গে রক্ষৌরিপুদলে । বাজিল বিষম রণ । রাহু যথা রুষি অক্রেমে শশাঙ্কদেবে বদন বাদানি, অথবা সে জীমূতেন্দ্র কড়কড়নাদে অক্রেমে মাৰ্ত্তণ্ডপিণ্ডে যেমতি বিক্রমে, আক্রমিলা রক্ষচমূ রাঘবীয় বলে। হুহুঙ্কারি শরজাল ছুটিল অম্বরে ;