পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ রাঘব-বিজয় কাব্য । SAASA SAASAASAASAASAAMAeS SSAAAS রথোপরি যুঝিলে আপনি, আনন্দিত হইবেন সেনাপতি সহ, অনীকিনী তব ” এতেক সাধিয়া, রাখিলেন পদতলে সুরথ সারথি । “জয় রাম” নাদে উল্লসিল সেনাবৃন্দ। উঠিলা স্তন্দনে রথিশ্রেষ্ঠ, পুষ্পবৃষ্টি হইল গগনে । অশ্বারোহী বল ল'য়ে বীরেন্দ্র লক্ষ্মণ . রহিলা পশ্চাদভাগে রাঘব-আদেশে, নির্লিপ্ত এক্ষণে রণে ; শ্রাবণ-গগনে বারিবর্ষা মেঘদল সম্মুখে সজ্জিত, পশ্চাতে অশনিপূর্ণ জলদ যেমতি। আবার বাজিল রণ । বজ্রধর মেঘযুগ যথা আক্রমে উভয়ে, সেইমত উভ সেনা আক্রমিলা উভে । ঘনঘন কপিলা মেদিনী। স্বল্স্বনৃ শরজাল ছুটি দুই দলে, আবরি গগনতল দ্বিতীয় শরগগন স্বজিল যেন বা মুহূৰ্ত্তেকে । ধূমপুঞ্জ ছাইল চৌদিকে, অগ্নিগৰ্ত্ত-জীমূতেন্দ্র-সম। কাটি অস্ত্রে অস্তকের বৃহ, পশিলা অঙ্গদ তাহে