পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇపె8 রাঘব-বিজয় কাব্য । নভ ভেদি উঠি কপীশ্বর, পদাঘাতে মহাজঙ্ঘে পাড়িলা ভূতলে । চূর্ণচূর্ণ দেহ-অস্থি হইল আঘাতে, শতখণ্ড মুণ্ড তার হইল পতনে। রক্ষোদলে উঠিল বিকট রোল। গজ, অশ্ব, সেন, অস্ত্রাঘাতে ছিন্নদেহ, ছিন্নমুণ্ড হয়ে পড়িতে লাগিল রণে লোহধারা সহ, পড়ে যথা শিলারাশি শিলাবৃষ্টিকালে । বহিল মহাকল্লোলে শোণিতপ্রবাহ, ভাসাইয়া চক্রে চক্রে রক্ষোদলবলে, গতজীব । সজীব যাহারা, অস্ত্র তাজি পালাইল প্রাচীরের মূলে। এতক্ষণ নৈকষেয় রঘুৱৰ্থী সহ, যুঝিলেন রুদ্রসম রণকেন্দ্রদেশে । কিন্তু, তাজি অস্ত্র, পালাইল যবে রক্ষোদল, ভগ্নশাখ-তরু-সম, হতাশা-বিধ্বস্ত-হৃদে রহিলা পৌলস্তা যেন মুহূর্তের তরে, অসহায় । অমনি নাদিল রণভেরী, রাঘব-আদেশে দুরে গেল কেন্দ্র ত্যজি রাঘবীয় চমু কহিলেন রঘুনাথ—