পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰৈয়োদশ সগ । RüᏄ SAASA SAASAASSAAAAA AAAA AAAAMMMJJAA AAAA AAASS بن حمیہ جی، جمی جمہ*ی۔ উভয়ের গতি লক্ষি, ভ্ৰমিতে লাগিল৷ রণস্থলে । প্রলয়ের পয়োবাহসম, ইতস্ততঃ রথদ্বয় লাগিল ঘুরিতে। ইযুবর্ষ বারিধারা ; অস্ত্রাঘাত-জালা ইরম্মদবিভা বিশ্বনাশী ; বজ্রনাদ, উভয় যোধের বিকট হুঙ্কার। জয়পরাজয় আজি নাহিক নিশ্চয়, ক্ষণমাত্র। বিচিত্র দ্বৈরথ রণ | প্রভঞ্জন জলদে যেমতি মুহূর্তে গগনতলে উড়ায় চৌদিকে, অদৃষ্ঠ ; তেমতি আজি পরস্পর প্রতিদ্বন্দ্ব-বিমুক্ত-আয়ুধ উড়াইলা পরস্পরে, খণ্ডখণ্ড করি । হেনকালে মহাচক্র উগারি অনল, অকস্মাৎ ক্ষিপ্তগ্রহসম, তীব্রবেগে রথচূড়ে পড়ি রাক্ষসের, চূর্ণচূর্ণ করিল তাহারে ; গৰ্ব্বিত পতাকা কাটি পাড়িল ভূতলে। রাবণের অশ্বযুগ, তীক্ষুবাণ-বিদ্ধ হ’য়ে ফিরাক্টল গ্রীব ! অমনি উঠিলা শূন্তে একলম্ফ দিয়া লঙ্কেশ্বর, রঘুখী তা সহ উঠিল।