পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rosby রাঘব-বিজয় কাব্য SM MJAMMAeAAAA হইল বিচিত্র রণ আকাশ জুড়িয়া । কতু বায়ুপথে, কৰ্ভু শিখরিশিখরে, কতু বা সমরক্ষেত্রে, ক্ষণকাল মহাযুদ্ধ হইতে লাগিল । স্তন্ধ চরাচর ; গ্রহ, উপগ্রহ, কিংবা নক্ষত্রমণ্ডল, জর্জরিত অস্ত্রাঘাতে পড়িল খসিয়া ; শতধা-বিদীর্ণ ধর বীরপদভরে, মুছমুহু উগরিলা উষ্ণস্রোতোরূপে ধাতুস্রাব ; ঘনঘন কঁাপিলা মেদিনী, কঁাপিল পাতালে নাগ কেন্দ্র আলোড়িয়া । রুদ্ধশ্বাস প্রভঞ্জন, পাণ্ডুবৰ্ণ ভানু ; দেব, যক্ষ, গন্ধৰ্ব্ব, চারণ, চলি গেলা শূন্ত ছাড়ি অতিষ্ঠ হইয়া । আবর্তের রূপে ঘুরিতে লাগিল বিশ্ব, ভয়ঙ্করবেগে । নামিলা স্তলনে দোতে। পুনঃপুনঃ অস্ত্রের ঝঙ্কারে, বধিরিল বোমকর্ণ। ইতস্ততঃ ক্ষিপ্রগতি রথের চালনে সমগ্র সমরক্ষেত্র জুড়ি যুগপৎ, রাম-রাবণের রথ লাগিল ভাতিতে ; যেন বা বিশাল পক্ষ বিস্তারি অম্বরে