পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి09 রাঘব-বিজয় কাব্য । আলোড়িয়াখ-মণ্ডল—“সাধ দেবকার্যা, বৎস, বিলম্ব না কর। উচিত কি তব করুণ এক্ষণে ? কাল পূর্ণ কৌণপের এবে ” জাগি মহাবাহু, সাপটি ধরিল ব্ৰহ্ম-অস্ত্র ; বেদমন্ত্রে মন্ত্রপুত করি, হানিলা অব্যর্থ লক্ষ্যে রক্ষেীবক্ষ’পরে । কালসৰ্পবিবরে যেমতি, ব্ৰহ্ম-অস্ত্র পশিল রক্ষের বক্ষে অস্থি ভেদ করি । না জানিলা নিশাচরপতি, কোন ক্ষণে কেমনে আইল কাল-অস্ত্র, কেমনে বা পশিল উরসে । মুদিল লোচনদ্বয় ; লোহধারা বহিল অজ্ঞাতে, শৃঙ্গধরঅঙ্গ ভেদি ধাতুস্রাব যথা । উড়ি গেল প্রাণবায়ু, হৃৎপিণ্ড নিশ্চল হইল । সেইক্ষণে রথ হ’তে ঢলিয়া পড়িল দেবদৈত্যনরত্রাস বৈশ্রবণ বলী রণক্ষেত্রে, পুণ্যক্ষেত্র আজি । প্রভাকর সায়াহ্নগগনে হাসিল, বিমল জ্যোতি বিকাশি চৌদিকে । বহিল পবন মৃত্যু সুগন্ধ বহিয়া ; নিশ্বসিলা বসুমতী