পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ෆෆෆ রাঘব-বিজয় কাবা । AMS SMA AMASMSMSMSMS MAMMMMMSSSMMM SMMS SMS AAAAAS S AAMMS অকুল ভবসাগরে চিরদিন-তরে, কোন পথে গেলা চলি, হে বিপথি, তুমি ; কহসে এখনি হ’ব তব অনুগামী । অথবা যে পথে জীব চলে কালস্রোতে অবিরাম, সেই পথে তুমিও চলিলা ? ত্রিভুবনজয়ী তুমি বিদিত জগতে। হে কৃতাস্তজয়ি, ভেবেছিলে মনে, হায়, তব জীবস্রোতঃ বুঝি অনন্ত অপার,— এ বিভব, এ গৌরব, চিরদিন-তরে ; তাই আজি হেন দশা হইল তোমার, মোহমুগ্ধ। গত খাতি তব, গত স্বর্ণপুরী, গত এ রাক্ষসবংশ, চরাচরে সুচির-বিখ্যাত। যা হতে উজ্জল কুল, নিবিল তা’ হ’তে, কৰ্ম্মদোষে । হয় তাঁত, কতই সাধিনু তোমা’ বুঝাইতে কালে ;-- পদযুগ ধরি, দীনস্বরে, হা বিধাতঃ কতই কঁদি ; কিছুতেই মোহনিদ্র ভাঙ্গিল না আর ! কোনমতে সে প্রতিজ্ঞ; টলিল না তব । তুমি শাস্ত্রদর্শী, মহাযোগীশ্বর ; কিন্তু হায়, কেমনে কহিব