পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সর্গ। ՏOՏ SS S SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAASAAAS কোন বিধিবশে, ভেবেছিলা লীলাক্ষেত্র এ পরীক্ষাস্থলে ; কিবা মোহবশে, হায়, ডুবিলে ক্রমশ: ঘোর পাপের তিমিরে। হা বিধাতঃ, যা কহিনু সকলি ফলিল ? হারা’য়েছি তরণীরে, হৃদয়ের মণি, হারানু তোমারে আজি প্রাণ-সহোদর ;তবুও এখনো প্রাণ রয়েছে পিঞ্জরে অভাগার ? হা শঙ্কর, এ-কিঙ্কর-তরে নাহি কি তিলেক স্থান চরণে তোমার ? হে অগ্রজ, লও মোরে, লও তব সাথে, তাজ’ না এ দাসে আজি, নাহি অন্ত গতি । এ ভবসংসারে, কলঙ্কী অম্বুজ তব, তিলমাত্র চাহে না জীবিতে ; শূন্তময় এ সংসার তোমার বিহনে ৷” সেইক্ষণে দয়াময় সুমধুরভাষী, উপজল আসি পাশ্বে চঞ্চলচরণে ; ছলছল নেত্রযুগ কুহেলী-আবৃত রঘুনাথ হেরি বিভীষণ, ভাষাহীন উচ্চৈঃস্বরে উঠিলা কাদিয়া, পুনৰ্ব্বার। ধরি কর, মধুস্বরে মিত্রবরে কহিলা নৃমণি—