পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সগ। w): SAMAMM AMMAMAMAAAA SAS A SAS SSAS তঃ বিদ্যমান যাহা, নাহি ধ্বংস কতু তা’র। এক রূপে গত, পুনঃ অন্য রূপে আসিছে ফিরিয়া ; অনন্ত এ মহাচক্র, নিরবধি চলেছে ঘুরিয়া। আত্ম,— অনন্ত, অসীম, অনশ্বর, অবিধ্বংসী সদা । দেহের মরণে আত্মার মরণ কতু নাহি হয়, জ্ঞানি, দেখ বিচারিয়া। তাই কহি, রাক্ষসকুলশেখর, মুছ অশ্রধারা ; যথাবিধি সৎকার কর আগু বীরে। ভ্রাতার উচিত কাৰ্য্য কর রক্ষোমণি ” গদগদম্বরে, কহিলেন নৈকষেয়—"দেহ অনুমতি, নাথ, যথাবিধি অস্তোষ্টিসৎকার, করি আগ্রজের আজি তোমার সম্মুখে। পবিত্র চরণরজে, পূত কর দয়া করি এ কোণপদেহ ।” অমনি তখন, দূর হতে ছুটি যেন পাগলিনীপ্রায়, আসিছেন মুক্তকেশী স্থলিতচরণে হাহাকার আর্তনাদ উঠিছে চৌদিকে। মলিন তপন দেব পাণ্ডুবৰ্ণ হ’য়ে, বিস্ফারিত নেত্র