পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&α রাঘব-বিজয় কাব্য। দলে, কে আছে এমন ভীরু, হেরি রণভূমে দন্তী রাক্ষস-অধিপে, পালাইবে প্রাণ ল’য়ে ত্রস্ত প্রাণভয়ে ?” “কেল্লাহ नाहे” “কেহ নাই” রবে হুঙ্কারিল রঘুসৈন্ত, বিদীর্ণ করিয়া বোমতল । হাসি নাথ কহিলা উচ্চারি—“কেহ নাই হেন, জানি আমি সবিশেষ ; জানি আমি বীরপন তোমা সবাকার, দুৰ্দ্ধৰ্ষ। বিজয়লক্ষ্মী করতলে যার, এ হেন সময়ে, কোন যোধ, কহ, অবোধের প্রায়, তেয়াগিবে সেই ধন ? স্বর্ণলঙ্ক, বিবিধ-রতনখনি ;–লভি সে রতনে, কে তাজিবে, কহ, মূৰ্খসম ? এ অক্ষয় কীৰ্ত্তি, এ অক্ষয় যশ:, তোমা সবাকার নিজস্বের সম করায়ত্ত। সত্য তথ্য কহিনু সকলে । আপনি অম্বুধি, প্রভঞ্জন বায়ুপতি, গভীর-নিনাদী শৃঙ্গধর, দেব, যক্ষ, গন্ধৰ্ব্ব, কিন্নর, তব যশ, তব কীৰ্ত্তি গাইবে জগতে চিরদিন । তেই হও