পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্দশ সর্গ। ు SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SAAAAAMAAA ASAS A SAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS স্থল বিকল হইলে, সৰ্ব্ব অঙ্গ-প্রতিঅঙ্গ যথা, মুহূর্তে বিকল হয় সেইপীড়-বশে । একমাত্র আশা তুমি মোর, প্ৰাণেশ্বর, তা-ও বিধি লইল হরিয়া ! হয়, স্বপনেও কভু ভাবি নাই যাহ, তাই কি ছিল কপালে ;–হইনু বিধব। — বড় দৰ্প ছিল মনে, জীবিতে এ দাসী কণ্টক কখনো রিধিবে না তব দেহে, মন্দোদরীপতি ৷ শৈশবে গণক, গণি কহিলেন মোরে, বড় ভাগ্যবতী। জন্মজন্মান্তরে, আমি জানি, তুমি মোর স্বামী, আমি প্রিয়পত্নী তব । কিন্তু, হা বিধাতঃ, তাই যদি হবে, তবে কি পারিতে আজি, ত্যজিতে আমারে তুমি চিরদিন-তরে ? তবে কি নীরব ভূমি রহিতে পড়িয়া এতক্ষণ ? সত্য পরাভূত তুমি, আজি কালবশে। আমি অভাগিনী, শূন্ততোয়নদীখাত-সম, রহিমু পড়িয়া বৃথা, বৃথাভার বহি জীবনের। হায় ইন্দ্র, আজি সুসময় তব, হান বজ্র মোরে