পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9o ) অনুতাপ করিতে হইয়াছিল। বিশ্বরাজ্যের সম্রাটদিগের প্রতি ইহা মহোপদেশ– “—রাজদোষে মজে রাজা। কিন্তু" - - ইত্যাদি l দেব বা দৈত্য, স্বর্গের সিংহাসনে যাহারই অধিষ্ঠান হউক, প্রজার ভাগ্যে অত্যাচার চিরদিনই সমান। বস্তুতঃ এই মহাকাব্যের নায়ক ইন্দ্র বা তারকাসুর, এবং উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কে, আমরা বুঝিয়া উঠিতে পারি নাই। তেজে, ভক্তিতে ও সাধনায় তারকাসুর ইন্দ্রের সিংহাসন অধিকার করিবার উপযুক্ত পাত্র। দুৰ্ব্বল, ভিখারী, পরমুখাপেক্ষী, পরপ্রসাদে জীবিতসৰ্ব্বস্ব দেবরাজ কৃপার পাত্র । এ কাবো দেবতার অমরত্ব ও অসুরের দেবত্ব দেখিয়া কবির ভূয়সী প্রশংসা করিতে বাসনা হয়। বস্তুতঃ ত্রিদিব-বিজয়ের নায়ক কাৰ্ত্তিকেয়। প্রদীপদীপ্তি যেমন মাঝে মাঝে বৰ্ত্তিকাকে পরিত্যাগ করিয়া শূন্তমার্গে এক একটা লাঙ্ক দিয়া আপন বল বুঝিয়া লয়, শশধরবাবু, কালিদাস-মিণ্টন্‌ প্রভৃতি মহাকবিগণের অঞ্চল ধরিয়া চলিতে চলিতে এক একবার অঞ্চল ছাড়িয়া দৌড়িয়া যাইয়াছেন এবং সেখানেই তাহার বল ও কৃতিত্ব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। ত্রিদিব-বিজয় বাঙ্গালীর গৌরবের সামগ্রী। 彎 像 米 来源