পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ٥له | দাসী –১৮৯৭ আগষ্ট, পৃ. ৩৩৫–৩৩৯। এবার অল্পদিনমধ্যেই বঙ্গসাহিত্যে অনেকগুলি উল্লেখযোগ্য পুস্তক প্রকাশিত হইয়াছে। শশধরবাবুর ত্রিদিং-বিজয়ও সেই সকলের একখানি । - তারকাসুরের নিবনবৃত্তান্ত লইয়া এই কাব্য রচিত। ইহাতে কাব্যাংশ ভিন্ন দর্শনাংশও উল্লেখযোগ্য। নবীন কবির বর্ণনায় নূতনত্ব আছে। কবি প্রথমেই মহাকাব্যে হাত দিয়াছেন। পুরাণাদিবিষয়ক ঘটনা লষ্টয়া কাবা সম্পূর্ণপরিষ্কাররূপে পরিস্ফুট করা সম্ভব কি না, সন্দেহ—কারণ সে সকল চরিত্রে একটা কুহেলিকান্ধকার থাকিয় যায়। নবীন কবির উপমা অনেকস্থলে হৃদয়গ্রাহী এবং সে সকল (zTTff (Homeric) TTF মিলটনের হৃতস্বর্গ দেবদূতগণের বর্ণনার সহিত, ত্রিদিব-বিজয়ে হতস্বর্গ দেবগণের বর্ণনা তুলনা করিলে, কবির নিজস্বের যথেষ্ট পরিচয় দেওয়া হইবে। কবির আপনার সম্বলের অভাব নাই। আশা করি, নবীন কবি সাহিত্যসেবায় সফলমনোরথ হইবেন। ত্রিদিব-বিজয়ের ছাপা ও বাধা অত্যন্ত সুন্দর। এরূপ সুন্দর বাহার বাঙ্গলাপুস্তকে সচরাচর দেখা যায় না। এ বিষয়ে সাহিত্য