পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। সময়—শেষরাত্রি ও প্রভাত । রাবশের শয়নগৃহ।—মন্দোদরীর জাক্ষেপ ও রাবণের ভংসন - রাবণ ও নিকষা —সীতাবধের পরামর্শ — রাবণের সভাগৃহে গমন। সুবর্ণপর্যাঙ্ক’পরে লঙ্কা-অধিপতি লভেন বিরাম ক্ষণ শয়নমন্দিরে । জলিছে সুগন্ধি তৈলে সুবর্ণপ্রদীপে দীপশিখা পাণ্ডুবর্ণ। পদতলে বসি রাণী মন্দোদরী, (বিপত্র-তুলসী-বৃক্ষসম এ শ্মশানে ) পতির কোমল পদ সুকোমল করে ধরি, কহিছেন অশ্রসিক্ত যুক্তিপূর্ণ বাণী । শুনিছেন রক্ষপতি, কুঞ্চিত ললাটে আবরিয়া নেত্রযুগ জলন্ত, নিশ্চল। “হায় লঙ্কাপতি, হের এ লঙ্কার দশা ; হের অভাগীরে । কি আছে এখন আর ? একে একে গেল সব ছাড়ি। আর কি পাইব পুনঃ বক্ষে