পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। ૨ઉઃ SAMAJSeA MAMMAMAAAA শূরে, ঘোষিবে অকীৰ্ত্তি কহ, এই নররণে ? রক্ষ, রক্ষ কথা মোর, রক্ষ-চুড়ামণি । হায়, কোথা পাব আমি মহৌষধ ; কেবা আনি দিবে ? এ বিষম পীড়া নাথ, কে ঘুচাবে তব ? সামান্ত এ কথা, গণি দেখ মনে, জ্ঞানী তুমি। দেবদৈত্যজয়ী সেনাদল তব, দুৰ্ম্মদ সমরে, নিত্যজয়ী এ তিন ভুবনে ; তবে কোন্‌ হেতু পড়িছে নরের রণে একে একে সবে ? পড়ে যথা শস্তরাজি কৃষককর্তনে অনায়াসে । এ কি নর সহ রণ ? নর সহ বিসংবাদ ? নিশ্চয় জানিও, রাম নহেক সামান্ত নর। অগ্নি যথা ভস্মআবরণে, নররূপী মাত্র সত্য রাম রঘুমণি । জানকীও সাক্ষাৎস্বরূপ লক্ষ্মী এ নশ্বর ধামে ; কহিনু রাক্ষসপতি দেখ বিচারিয়া সমুচিত। পারি না সহিতে আর । কোনমতে বক্ষ হ’তে হায় বৃক্ষপতি, তুলি লও শোকশল্য। এতদিন পরে নিবুক এ রণবহি ;