পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ রাঘব-বিজয় কাব্য ঘুচুক জঞ্জাল। গৃহে গৃহে আমী-সম ভ্ৰমিতে যদ্যপি, হেরিতে নয়নে তুমি রক্ষোবধৃদশ, কভু না পারিতে নাথ, তিলেক বারিতে অশ্রবারি। সব গত ;– কি আছে কপালে আর কহিব কেমনে ? ইন্দ্রজিতে কতমতে নিবারিমু আজি, কিছু না শুনিল বৎস। দেহ অনুমতি, ফিরাই তাহারে আমি অধীর হয়েছে প্রাণ, রহিয়া রহিয়া হতেছে কম্পিত হৃৎপিণ্ড, বামেতর লোচন নাচিছে । দেহ অনুমতি নাথ, ঘোয়ুক দুন্দুভি সন্ধিনাদে, শুভ্ৰধ্বজ উড়ক তোরণে ; লভুক বিমল শান্তি লঙ্কা এতদিনে।” শুনিতে শুনিতে রক্ষঃ মহাবেগে উঠি বসিলা সুশঘ্যোপরি, নিবারি রাণীরে কহিলা রাক্ষস ক্ষোভে—“এ কি নারীহেতু রণ তুমি গণিয়াছ মনে, রক্ষোরাণ ? দণ্ডক-অরণ্য কা’র রাজ্য ? অধিপতি কেবা ? রক্ষ, যোগী, সিদ্ধ—কুল সে অরণ্যচারী, কহ, কাহার প্রসাদে নিবসেন