পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3b" রাঘব-বিজয় কাব্য । কর কঠিন বীরতা ? সন্ন্যাদিযুগল ! ! পরম সন্ন্যাসী f! মূঢ় সে মানবদ্বয় ভণ্ড ব্রহ্মচারী। নতুবা সন্ন্যাসধৰ্ম্ম নারী সহ কোন কালে আচরিলা কেবা ? অৰ্ব্বাচীন বৃথাগৰ্ব্বী। তা না হলে, বুঝ, আপন জনক কভু নিৰ্ব্বাসে তনয়ে ? বুঝিয়াছ তুমি সত্য, বনচরযুগ নহেক সামান্ত নর। আমিও বুঝেছি। শিশুর সমরে, নাগপাশে বদ্ধ হ’য়ে, অবলার মত ভাসি যবে অশ্রনীরে স্মরিল মায়েরে, সেই দিন বুঝিয়াছে সেও কথঞ্চিৎ। আবার বুঝবে শীঘ্র নহেক অন্যথা । শুনিয়াছে কেহ কভু হেন আচরণ, হেন দাস্তিকতা ? শাস্তি সমুচিত তারে অবশু বিধেয় । কিন্তু হেন সৰ্ব্বাচীনযুগে, প্রচলিত রাজ- • দও কি করিতে পারে? আপন স্কৃতিসম, বিধেয় তাহারে দণ্ড । অনিয়াছি নারী তার সেই হেতু। মনস্তাপ নারীতরে ভোগুক দুৰ্ম্মতি । ফিরি দিব এবে ?