পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সগ । ‘VG হে পোলস্ত, মৃত্যু-অস্ত্র মুরক্ষিত তব আপন মন্দিরে । আপনি শঙ্কর বসি, প্রহরীর সম রক্ষেন সে মহা-অস্ত্র । তবে কোন হেতু, কোন ভয়ে নিরুদাম এবে তুমি এই তুচ্ছ রণে ? কর শীঘ্র আয়োজন ; দেহ আজ্ঞা সাজুক সমরে বীরবৃন্দ, মহানন্দে মাতি । ঘোর রবে বাজুক দুন্দুভি, বাজুক দামামা, কাড়, শিঙ্গা, জয়ঢাক ঘট-রোলে । রণসজ্জা করি, আস্ফালি ফলকপুঞ্জে, বাহিরুক রক্ষচমু মন্ত বীরমদে। এই দণ্ডে দেখুক শিহরি, দেবকুল নরকুল সহ, রাজ-অপমান কিবা, রাজগ্ননি কি ফল প্রেসবে ।” “কিন্তু ক্লান্ত যদি তুমি এ তুচ্ছ সমরে, ইচ্ছ খুলিবারে রণবেশ, নিবাইতে রণবহ্নি,—সাধ কার্য সুবুদ্ধিকৌশলে ধীমান। স্মরণ কর কিবা লক্ষ্য বিপক্ষের । কার তরে এত ক্লেশ সহি, অম্বুনিধি বাধিল শৃঙ্খলে ।