পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। 8 2 যথা, বাহিরায় তাপদগ্ধ শুষ্ক-বাষ্প- , রূপে, তেমতি এ দুঃখিনীর বক্ষোবাহিধারা, উষ্ণশ্বাসে পরিণত হইছে এ তাপে, নিরন্তর। অন্তর্যামী তুমি, ক্ষম কর অপরাধ, ক্ষম রক্ষোনাথে ভ্রান্ত, ক্ষম ইন্দ্রজিতে, শিশুমতি । হর তাপ, হর, বোমকেশ, আশুতোষ । এ মিনতি হে শঙ্কর, ও পঙ্কজপদে নিশানাথ সহ, হায়, শুক্র যথা গেধুলি-ললাটে, এ দাসীর ভালে, শন্তু, দশানন সহ ইন্দ্রজিৎ । মেঘরাজ যেন না মুছেন, অভাগী সন্ধার দগ্ধ-ললাট হইতে সে সম্বল। দিগম্বর, তব পদে এই আরাধনা ৷” ঝটিকার পরে যথা শান্ত মহার্ণব, দীর্ঘনেত্রে রহেন চাহিয়া অনন্ত আকাশপটে, স্তির, আচঞ্চল, রহিলা চাহিয়া সতী আয়ত-লোচনা অনন্ত গগনে শাস্ত-অকম্প লোচনে । জোড়করে উদ্ধনেত্রে রহিল মহিষী স্তম্ভিত, যেন বা সৰ্ব্ব বাহ্যজ্ঞান হত ।