পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ (t? সশঙ্ক নক্ষত্র এক চাহে সে আঁধারে । স্বচ্ছ সরোবরে কমলিনী মেলি আঁখি গ্ৰীবা বক্র করি, রোষে নেহারিছে চারিদিক স্বন-স্বনি পবন বহিছে উষ্ণ, উষ্ণশ্বাস-সম সে লঙ্কার। দলে দলে মহাকোলাহলে, ত্রাসিছে বিহগকুল কানন, উদান, অরণ্যানী । নিকটলে সভাগৃহ, এক লম্ফে লঙ্কাপতি আসি বসিলেন চাপি সুবর্ণ-আসনে, সিংহ ঘথা শৃঙ্গধরচুড়ে । দৌবারিক ভীমনাদে ঘোষিল চৌদিকে বার্তা । রত্নবিভাসিত উচ্চ সিংহাসন সুরঞ্জিত, সুরঞ্জিত ইন্দ্ৰধনু যথা মনোহর মেঘাস্তে গগনপ্রান্তে শোভে শোভাময় । ইন্দ্রনীল প্রস্তরের আস্তরণ-’পরে স্থাপিত সম্মুথে দণ্ড, মুকুট, কিরীট, আর রাজ-আভরণ । মহাসভাতলে বিস্তৃত বিচিত্র চৰ্ম্ম, চিত্রমৃগ যাহা মহোল্লাসে পৃষ্ঠদেশে দেখাত মৃগীরে । স্থানে স্থানে ঝলসিছে সে চৰ্ম্ম-উপরে