পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য। কনক, হীরক, রত্ন, মণি শোভাময়, মুসজ্জিত, পরিষ্কৃত, শিল্পীর কৌশলে। বুলিছে বালার নানাবর্ণফুলশোভ নয়নরঞ্জন। চারিভিতে কি বিচিত্রলেখ, জাগাইছে পূৰ্ব্বস্তৃতি দর্শকের মনে। ইন্দ্র-ইন্দ্ৰজিতে রণ ; মুহুমূহ বিশিখ-প্রহারে জর্জরিত দেববৃহ পলাইছে রড়ে। কোথাও বা রক্ষসেন রাজসন্নিধানে বাধিয়া আনিছে দূপে পবন, বরুণ, অগ্নি, দিকপাল যত । গন্ধৰ্ব্ব, কিন্নর, যক্ষ, নাগ, সিদ্ধযোন পরাভূত পরাক্রমে চিত্রিত কোথাও। উড়িয়া বিমানপথে মায়াময় রথে নক্ষত্র, ভাল উল্ক, চুড়িয়া ফেলিছে কোনো চিত্রে, চূর্ণ করি ভূমিতলে । কোথা সুনীল-সনে-সিন্ধু-পরিবৃত্ত পুী, নিজ বক্ষ খুলি আলেখ-ছলনে দেখাইছে কত গৰ্থ, কত ঘাট, স্বর্ণবিমণ্ডিত। কত স্বচ্ছ সরসী সুরঙ্গে