পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৬৬

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। (ථ AeMASAeMAeAAASAASAASAA AAAA SAM SAAAAA AAAA AAAAS AAAAAA নাচিতেছে লহরে লহর তুলি,চিরসোহাগিনী। স্বর্ণসৌধশ্রেণী অভ্ৰভেদী, পবিত্র মন্দির শতশত—শিবলিঙ্গ যথা, শঙ্খ-ঘণ্টা-ঝঞ্চ-রোলে, ধূপ-দীপবিশ্বপত্রে, ভক্তিভরে সতত পূজিত, সুরমা উদ্যান কত, প্রমোদকানন, শোভাময়ী লীলাময়ী করিয়াছে চিরসুবিখ্যাত লঙ্কাপুরী । সেই চিত্র কোন ভিতে চিত্তমুগ্ধকর। এ হেন সভায় বসিক রাধিপতি ; পাত্ৰ-মিত্ৰ-আদি সভাসদ মানভাবে বসি চারিদিকে ; শতশত-তরঙ্গ-বেষ্টিত মহার্ণবমধ্যভাগে শৃঙ্গধর যথা উৰ্দ্ধশির। শত শত নাসাপুটে অস্ফুট আরাবে প্রবাহিল দীর্ঘশ্বাস সভাতল জুড়ি ; “ঝটিকার পূৰ্ব্বে যথা ঘনঘনোহ্লাস” বহে জুড়ি, বিক্ষোভিত করি, পারাবার। কতক্ষণে শুষ্ককণ্ঠ সচিব সারণ কম্পিত-ত্রিতন্ত্রী-সম কহিলা প্রকাশি,