পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●も রাঘব-বিজয় কাব্য রাজা এ প্রদেশে কিঙ্কর তাহার লঙ্কাবাসিব্রজ । নরকুল, বধা এ কুলের সদা ; বিধিবিড়ম্বনে, হায়, বিপরীত হ'ল আমার কপালে । পুত্র অগ্রগামী, আমি রহিমু পড়িয়া । হায় বিধি, সব গেল সম্মুখে আমার ; সব গেল চলি ? হইল অরণ্যময় এ বিশাল পুরী ? কি সুখে নিবসি আর, কি ফল জীবনে ? যে স্বত্রে গাথিয়া, রেখেছিনু এতদিন আশার কুসুমে, তাও কি এখন, হ'ল ছিন্ন, কুসুম বরিল ? তাজি রাজ্য, যুবরাজ, তাজি পত্নী, পিতা, ত্যজি মায়ে তব, হে মাতৃবৎসল, চলি গেলে কোন প্রাণে ? কোন পথে ? মেঘনাদ, কহ তা’ আমারে। হায়, কোথা—কোথা গেলে পাইব তোমারে । একমাত্র ধন তুমি মোর এ জগতে ; কাঙ্গালের মহামূল্য মণি । অন্ধ-নেত্রে মহাশূন্যময় সব হেরিছি চৌদিকে আজি তোমার বিহনে ৷ আজি বিধিতেছে কৰ্ণে, নৈঋতকস্তার মৰ্ম্মভেদী আৰ্ত্ত