পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সৰ্গ । ¢ፃ SAAAAAA AAASS নাদ। জীবমানে রিপু, মুদিবে নয়ন, বৎস, তেয়াগিয়া মোরে,—কন্তু ভাবি নাই মনে, হেন অঘটন। কিন্তু, ধন্য তুমি, হে সুধকু, শতবার বাখানি তোমারে । উদ্ধারিতে জন্মভূমি সন্মুখসমরে, অরতির লোহপূত-রণশয্যা-পরে রিপুদেহ-উপাধানে পবিত্র শয়নে শুইয়াছ তুমি, বৎস, অনন্ত গৌরবে— ধন্ত তুমি, ধন্য আমি পিতা তব, ধন্য তব পূত জন্মস্থলী । কিন্তু নর সহ রণে,— হয়, বিদরে হৃদয় শতখণ্ড হ’য়ে,— নর সহ রণে পতন তোমার, শূর, এ কলঙ্ক রাখিতে না জানি । আজি দেবগণ, দিকপাল যত, সুখে নিদ্রা যাবে সবে নিশ্চিন্ত অস্তরে । গন্ধৰ্ব্ব, কিন্নর, যক্ষ, নাগলোক আজি, আনন্দে ভ্ৰমিবে সবে ভূমণ্ডল জুড়ি । আর পিতা তব,— শবসম ভস্ম হ’য়ে রহিবে পড়িয়া এ ঘোর শ্মশানভূমে । কে আছে তাহার আর ? অস্তোষ্টি করিবে, গৃধিনী, শকুনি,