পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&br রাঘব-বিজয় কাব্য প্তেন, শৃগাল, কুকুরে ” নীরবিলা দুঃখে পুত্ৰশোকাতুর পিতা। মুহূৰ্ত্তে অমনি দহিল রক্ষের বক্ষ প্রতিহিংসানলে । জলিল বিকট নেত্র ; গলিল লোচনে অশ্রুবিন্দু, প্ৰজলিত দীপাধার হতে তৈলবিন্দু ঝরে যথা উষ্ণতেজোময় । জলিয়া উঠিল জালা ঘনঘন শ্বাসে । কহিলা কোণপাধিপ সম্বোধি সারণে— “সত্য যা কহিলা, সুধী ; বীরের সুযোগ্যশয্যা-রণভূমি-পরে শুইয়াছে ইন্দ্রজিৎ উজলি এ পুরী । নাহি খেদ তাহে অণুমাত্র । কিন্তু বধিয়া রাবণস্থতে এই লঙ্কাপুরে, তিলেক জীবিল প্রাণে সে নরযুগল, এ কলঙ্ক কোনমতে সহে না এ প্রাণে । দেবদৈত্যরণজয়ী নিশাচরকুলে এখনো জীবিত আছে কত মহারথী, নিমেষে নাশিবে নরে বনচর সহ ; উড়াইবে মুহূর্তেকমাঝে, বায়ু যথা তুলারাশি শিমুলের বনে । ধাও সৈন্তাগারে, প্রতি গৃহে গৃহে ;