পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য । নিন্ত্রিংশ-সমান জিহবা সঞ্চালি কল্লোলে, আরম্ভিলা উত্তরিতে শুকের সাধনী— “হে রজনীচর-চুড়া, আচার্য্য-সমান জ্ঞানে তুমি, বীর্যাবলে অতুল ত্রিলোকে । কেমনে আনিলে ওই মুখে, ফিরি দেও অশোকবাসিনী ? ভীরুতার, এর হতে পরিচয় আর, পাইয়াছে কেহ কভু ? হাসিবে ত্ৰিদশালয়ে বাসব এখনি দেবগণ সহ, করতালি দিয়া নাগযক্ষ উপহাসি দিবে টিটকারি। নরকুল, বনচর বানর-মৰ্কট, সে-ও এবে দন্ত পাতি ভ্ৰকুটা করিবে । তুমি কেমনে সহিবে, শূর, সে ঘোর গঞ্জন ? এই মন্ত্রণায়, হেন শুরতায়, হয় নাই নিশাচরকুল, ত্রিলোকের মাঝে এ হেন অতুলনীয়। কহিলা আপনি, ‘পুরবাসী জন চাহে শান্তি । নিমেষের মাঝে শান্তি করতলগত, বুঝ যদি সমুচিত । ষেই আততায়ি-দল, রক্ষোরক্তধারে কর্দমিত রণভূমি করি’