পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য । কথা । যাও ত্বরা করি, পশিয়া সমরে, নাশ বাহুবল তা’র ; পশ্চাতে এখনি আসিব আহবে আমি মহাশক্তি ল’য়ে । ধায় অগ্রে করজাল, পশ্চাতে তাহার উদেন তমোহ রবি নিশা-অবসানে । আজি না ছাড়িব কতু । শস্তু যদি নিজে আইসেন রণস্থলে, জীয়ন্ত শরীরে ফিরি না ঘা’বেন আর আলয়ে ত্রিশূলী ! নিশ্চয় কহিনু তোম। এ প্রতিজ্ঞ মম ।” এত কহি নিশাচর বিদায়িলা সবে গৃহে গৃহে রক্ষোদলে আহবানিতে রণে । চলি গেলা সভাসদ সভাগৃহ হ’তে । হতাশ স্তম্ভিতমনে ক্ষণমাত্রকাল চিন্তিলা বৈদেহী-হর, স্থতি যত কথা রেখেছিল মনোমাঝে সঞ্চয় করিয়া । অবশেষে ওষ্ঠাধর ভেদি বাহিরিল,— আগ্নেয়-ভূধর ভেদি বাহিরায় যথা ধাতুস্রাব ;–“সমরের পরিণাম বাকী নাহি বুঝিবারে আর । কঠোর তপস্যা করি যে বর লভিক্স, বিফল হইল