পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qo রাঘব-বিজয় কাব্য । নৈকষেয়। তখনি আবার, দৃঢ় চেষ্ট করি বেন সঙ্কল্প সংগ্ৰহি, মহাক্রোধভরে রক্ষ ঘোরতর নাদে উচ্চারিল ছেদমন্ত্র, উচ্চারয়ে নির্দয় ঋত্বিকৃ যথা বলিচ্ছেদকালে । “এখন কে তোরে রক্ষে অভাগিনী আজি ? গ্রাসিলি এ রক্ষপুরী বিশাল উদরে । বিদীর উদর তোর করিব বাহির এইমাত্র । স্মর ইষ্টদেবে।” এত বলি বৈদেহীর শির লক্ষ করি, উঠাইলা ভীম আসি মহাবেগভরে । কিন্তু কোথা হ'তে, সকরুণ কল্লোল করিয়া, আইলা পশ্চাৎ হ’তে রাণী মন্দোদরী, সেইকালে । অকস্মাৎ সাপটি ধরিলা রাণী উত্থিত কৃপণে ; আঘাতি সবেগে, দূরে ফেলি দিলা চুড়ি বজমুষ্টি হতে, বলহীন এবে শিশুমুষ্টিসম । চমকিয়া ফিরি রক্ষপতি হেরিলা রাণীর মূৰ্ত্তি। বিষম আঘাতে নিক্ষেপি ধরণীতলে সে কোমল দেহ, ছুটিলা তুলিতে অসি ভূতল হইতে ।