পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ রাঘব-বিজয় কাব্য । বহ দেহভার তুমি। নিবাইব শোকবহ্নি তব লোহধারে।” ফিরিলা তখনি সভাগৃহ-অভিমুখে রঘুবর-রিপু, শশাঙ্কে ছাড়িয়া যথা রাহু বায়ুপথে । অনুচর নিশাচর সহর্ষ অন্তরে ফিরিল, গজেন্দ্রসহ গজমুখ যথা । চেড়ীদল কতিপয় বৃক্ষচর সহ যত্বে তুলি মহিষীরে, ধরাধরি করি লষ্টল পবল-তীরে মূৰ্ছিত বিবশ । কতক্ষণে রক্ষ্যেদল আসি উপজিলা সভাতলে । সিংহাসনে বসিলেন রাজা, আর আর সভাসদ যে যার আসনে। হেনকালে ঘোররোলে আলোড়ি সে দেশ চেড়ীসহ আসিলেন নিকষী মহিী । সন্ত্রমে উঠিলা পুত্র, পারিষদ যত, নমিলেন নৈকষেয় নিকষার পদে । ক্ষুধাৰ্ত্ত-ফৰ্ণিনী-সম বিকট স্বননে কহিলা কোণপী লক্ষি' রক্ষেন্দ্র লঙ্কেশে– “অসংখ্য-সমর-জয়ী ভূজ আজি বুঝি হইয়াছে হতবল পরের নিধনে ?