পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ ! ዓ® ASA SSASAS SSAS SSAS A SAS SSAS SSASAMMAMASA S ASAA AM MM MS নাহি জানে মহী এই রণের বীরতা । পিতৃ-আজ্ঞা শুনি এখনি আসিবে মহী পিতৃভক্ত সদা । প্রের বার্তা এইমাত্র তাহার গোচরে । নিরাপদ হবে লঙ্ক মোর আশীৰ্ব্বাদে।” মজ্জমান জন যথা দৃঢ়মুষ্টি বাধি ধরে তৃণখণ্ড করে, তেমতি এ যুক্তি রক্ষ গ্ৰহিলা আগ্রহে। বিগ্রহে বিগতস্পৃহ সচিবপ্রধান সুমন্ত্র, সারণ, শুক, সুপাশ্ব, সকলে যোগ দিলা মহিষীর আশিষবচনে । চক্রগতি নামে চর অতি বিচক্ষণ অমনি চলিলা নমি পাতালপ্রদেশে কুমার মহীর পার্শ্বে মনোরথগতি । চলি গেল নিজকক্ষে নিকষী মহিষী ৷ দ্বারে নিনাদিল ঘোর-ভৈরব-নিনাদে “জয় রক্ষপতি” ধ্বনি কাপাইয়া পুরী ; অস্ত্রের ঝঙ্কার সহ ঝঙ্কারিল দিশি । ফণীন্দ্র বিবর হতে বাহিরায় যথা শুনি শিঙ্গাধ্বনি মত্ত মধুর সঙ্গীতে, সে মহানিৰ্ঘোষ শুনি কর্বুরাধিপতি