পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব বিজয় কাব্য। לג'


حمایی تعمیمیر مینیم.

স্বর্গে, মর্তে, রসাতলে, সহায় যাহার দুৰ্গতি, সেই সবে পূর্ণাহুতি দিব আজি রণ-হোমানলে। নাহি সাধা, কালরণে রক্ষিত্রে আজিকে নবযুগে। খণ্ড খণ্ড করি, উড়াইব হরি-ঋক্ষ-নরসেনাদলে বিপক্ষের ; প্রভঞ্জন যথা উড়া ভূলার রাশি মুহূর্তে ফুৎকারে। তোমরা সকলে দেবদৈত্যজয়ী বীর, অখণ্ডগ্রতাপ, একদণ্ডে বিনাশিবে কোটি অনীকিনী! শোভিছে সু-উচ্চ শিরে বিজয়-পতাক-সম অৰ্ধ মাঙ্গলিক, শাভিয়াছে বরবপু উজ্জ্বল কবচ, মহাশয়, শাসন, ত্রিশূল, ফলক, ভীষণ ভীষণতর রণ-প্রহরণ করিয়াছে তোমা-সবে তেজস্বী অমোঘ ;– স্বভাবে তেজস্বী বহ্নি, দ্বিগুণ ইন্ধনে। কার সাধা অগ্রসর হইবারে আজি এ বিগ্রহে, বীরবৃন্দ, তব সন্নিধানে ? নিমেষে সমরে নাশি এ তুচ্ছ অররে ফিরি যাও মহোল্লাসে আপন আবাসে ; م.م.م.م. ---------