পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সর্গ। ማ; মাতা-পত্নী-সুত-ভগ্নী-মত্ত-আলিঙ্গনে জুড়াও সমরশ্রান্তি বিজয়ী সমরে । নগরতোরণে রিপু, কেমনে তোমরা নীরবে রহিবে গৃহে, না মথি তাহারে । কৰ্ভু কি সস্তবে তাহা ? তব ভুজবলে উন্নত এ রক্ষকুল বিশ্ব-চরাচরে বিখ্যাত বিমল যশে । এ লঙ্কার কীৰ্ত্তিস্তম্ভ তোমরা সকলে । প্রবেশিলে রিপু আজি এ পুরমাঝারে, জর্জরিত হবে লঙ্কা মাতৃভূমি তব ! হায়, শিশুকুল, রাক্ষস-সুন্দরী অসহায়া,—একে একে বিধিবে ত্ৰিশূলে ; কিংবা প্রচণ্ড আঘাতে চূৰ্ণচূর্ণ করি মুণ্ড ফেলিবে প্রাঙ্গণে । অথবা সতীত্বরত্ন রক্ষসুন্দরীর হরিবে সে অত্যাচারী বানরের দলে । রক্ষোবংশ, রক্ষকীৰ্ত্তি সহ, চিরদিনতরে ডুবিবে অতল জলে ; কে তুলিবে কহ ? কিন্তু বৃথা এ জল্পনা । জানি আমি সুনিশ্চিত, যার ভুজাসনে যম নিত্য বিরাজিত, নিশ্বাসে যাহার প্রলয়ের