পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সর্গ। br総 SS MSMSMSMS MM AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA MMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AMS SSSSSS AAA AAAA S S S AAAAA AAAA S S S S পথ দেখাইতে লক্ষ্য তিনিই কেবল । মৎস্ত, কূৰ্ম্ম, বরাহ, নৃসিংহ অবতার, সত্যযুগে তাই আবির্ভাব-চতুষ্টয় । বামন, পরশুরাম, অবতীরদ্বয়আবির্ভাব এই যুগে । যে মহাপুরুষ অরিরূপে উপনীত এ পুরতোরণে,— এ যুগের শেষ অবতার তিনি, বুঝ সে যদ্যপি ভক্তিভাবে । নর-নারায়ণ বিষ্ণু নরদেহধারী। ভগবান বারত্রয় আরো, আসিবেন ধরাধামে ধৰ্ম্মরক্ষাহেতু। সৰ্ব্বশাস্ত্র তারস্বরে কহে এ ভারতী ! কিন্তু ধরাধামে হেন শাস্ত নিৰ্ম্মল মূৰ্বতি, হেরে নাই জীব কভু, হেরিবে না পুনঃ । জান তুমি সবই, শৈব, কি আর কহিব।” “কুলগুরে,” উত্তরিল শিষ্যবর, “জানি আমি, ভগবান যুগে যুগে অবতীর্ণ হ’য়ে, পবিত্রেন দয়া করি পাপপূৰ্ণ ধরা। স্বীকার্য সে কথা । নতুবা নিলক্ষ্য সিন্ধুবক্ষে তরীসম হইত জীবের দশা, সত্য সে ভারতী ।