পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঘব-বিজয় কাব্য । কিন্তু অনন্ত-সাগর-বক্ষে, সমুজ্জলআভাময়-দীপভাতি-সম, দেখাইতে জীবকুলে পথ নিরাপদ, কার্য র্তার একমাত্র আদর্শ যদ্যপি ;—আর যদি ইক্ষাকু কুলসম্ভব এই ক্ষুদ্র নর সে উজ্জ্বল দীপশিখা ;—বালীবধ, স্বপে অস্ত্রাঘাত, কোন নীতি,—কোন শাস্ত্র,—কোন্‌ বিধি-সুসঙ্গত আদর্শ জীবের ? কহ তা বিবরি মোরে দয়া করি, প্রভু। কিন্তু এষ্ট আলোচনে, বুথায় সময়ক্ষয় হইতেছে এবে আশু আয়োজন কর স্বস্তায়ন, যথাবিধি অপেক্ষা করিছে রক্ষসেনাদল মোরে সমরপ্রাঙ্গণে । এই আলাপের প্রভু এ নহে সময় । বিনাশি রিপুরে আমি এখনি, শুনিব তব পুস্তকণ্ঠে ভাষা অবসরমত ” “হইয়াছে আয়োজন যথাশাস্ত্রবিধি" কহিলেন শুক্রাচার্য্য। চলিলা উভয়ে যজ্ঞাগার-অভিমুখে। কতক্ষণে পূজা সাঙ্গ করি লঙ্কাপতি, যথাবিধি সাধি