পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী సె సె ত হ’লেই সব মাটি । ছায়ার মত আমার সঙ্গে সঙ্গে থাক, যা বলি কবৃ— বাস্, কাজ ঠিক হবেই । ভিখু এই কথা শুনিয়া অত্যন্ত উত্তেজিত হইয়া বলিল, কি, রাজমোহন আমাকে ঠকাবে ?—কিন্তু পরক্ষণেই কণ্ঠস্বর নামাইয়া সে বলিয়া উঠিল, চুপ, পায়ের শব্দ শুনতে পাচ্ছি। অদূরে বনের মধ্য হইতে পেচা যেমন শব্দ করে মনুষ্যকণ্ঠে তাহার অল্পকৃতি শোনা গেল । সদার ঠিক অনুরূপ শব্দ করিয়া উত্তর দিয়া বলিল, রাজমোহন আসছে । দেখিতে না দেখিতে রাজমোহন সশরীরে কুটীরে দর্শন দিল । সদার জিজ্ঞাসা করিল, এই যে রাজমোহন, খবর কি ?৭ রাজমোহন বলিল, খবর ভাল, আমার স্ত্রী ফিরে এসেছে । সর্দার খুশি হইয়া বলিয়া উঠিল, বটে, বটে ? কেমন করে পেলে হে ? সে ছিল কোথায় ? রাজমোহন বলিল, সেও এক তাজ্জব ব্যাপার ! বোনের বাড়ি সে যায় নি । আন্দাজ করতে পার কোথায় গিয়েছিল সে ? দম্য দুইজনেই এক সঙ্গে বলিয়া উঠিল, কোথায় ? কোথায় ? —আরে আমি কিন্তু ঠিকই আঁচ করেছিলাম—গিয়েছিলেন খোদ মথুর ঘোষের বাড়িতে । —বটে ! তা সে ফিরে এসে বলছে কি ? —কি আর বলবে ? এখন পর্য্যস্ত তো একটা কথা ও বের করতে পারি নি। বাড়িতে অনেক জিজ্ঞাসাবাদ করলাম, তারা কেউ কিছু জেনেছে ব’লে তো মনে হ’ল না । সর্দার চাপা কণ্ঠে বলিল, যা হোক, ওকে খতম ক’রে দা ও —তাহার রোষকষায়িত চক্ষু দিয়া অগ্নিজালা নির্গত হইতেছিল বলিয়া মনোভাব গোপন করিবার জন্য সে দৃষ্টি নত করিল।