পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১২৪

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী وخ بلا لا মাধব অসীম সুণাভরে একট কঠোর দৃষ্টি নিক্ষেপ করিল, কি স্থ তাহাদের আগমন যেন সে লক্ষ্যই করে লাঙ্গ এমন ভাবে পূৰ্ব্ববং পদচারণ করিতে লাগিল । সর্দার ও ভিখু উভয়েই প্রদীপের কাছ ধেষিদ বসিল । ভিখু কটিদেশপ্রলম্বিত একটি ঝুলি হইতে সামান্য পরিমাণ গাজা ও অতি ক্ষুদ্র মস্তকবিহীন একটি কলিকা বাঙ্গির করিয়া গাজাটুকু বঁ হাতের ভালুতে রাখিয়া ডান হাতের বুদ্ধাঙ্গুষ্ঠের প্রবল চাপ দিয়া তাহ টিপিতে লাগিল--- গাজী কলিকায় সাজিবার পূৰ্ব্বে এইরূপ করিতে তযু । সর্দার ততক্ষণে বাতিট। একটু উস্কাইয়া লইতে লক্টতে ব্যঙ্গ করিয়ু বলিতে লাগিল, বাবু যে দেখছি আজ রাত্রে বড় ভাল মাতুমটি । পায়ুচারিরত মাধব একটু থামিয়। দুৰ্ব্বত্তের মুখের দিকে চাহিল ; তাহার চেহারা দেখিয়া মনে হইল যেন সে কিছু একটা জবাব দিবে। কিন্তু সে তাহ না করিয়া সহসা পিছন ফিরিয়া পূৰ্ব্বের মত নিঃশব্দে পায়চারি করিতে লাগিল । ততক্ষণে গজ প্রস্থত হইয়াছে । কলিকাতে অগ্নিসংযোগ করিয়! দয়া দুষ্টজন তাহ। টানিতে শুরু করিয়াছে । বন্দীর নীরব সৃণায় তাহারা যেন উত্তাক্ত হইয়া উঠিল । এতক্ষণ পর্য্যন্ত কোন" অপমানসূচক কথাবাৰ্ত্ত হইতে তাহার বিরত ছিল । সাধারণত দেখ। যায় যে, যে ব্যক্তি শ্রদ্ধার উদ্রেক করিতে পারে অতি নী す。 - مس-..ك جيمس- وهك ]S Tをすi下を守ー বিবেচনাশূন্ত বর্বর ও দূর হইতে তাঙ্গর সম্মান বজায় রাপিয়া চলে ; ی) ମ তাহাদের মনে কেন জানি না, একট। ভয়মিশ্রিত শ্রদ্ধা জাগিয়া থাকে । পাঠকেরা লক্ষ্য করিয়াছেন, সদার ঠিক সে শ্রেণীর বন্দর ছিল না ! তথাপি বন্দীর গৰ্ব্বিত দৃষ্টি ও কঠোর গাম্ভীৰ্য্য তাঙ্গকে রসিকতার অবকাশ দেয় নাই । কিন্তু গঞ্জিকার ধূমে তাহার সংযম টলিয়া গেল । বাঙ্গের হাসি হাসিয় সে বলিয়। ফেলিল, বাবু, কল্কিতে দু-একটা টান দিয়ে দেখবেন ? শপথ ক’রে বলছি গাজী মা সাজ হয়েছে, তাতে লাখোপতিও দুই-এক টান দিলে দোষ হবে না ।