পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> うつ রাজমোহনের স্ত্রী --سمبر বলিয়। সে পাগলের মত দরজা দিয়া ভিতরে ঢুকিল, উত্তেজনার আতিশয্যে তাহার গা ছড়িয়া গেল । তারার মনে ৪ তখন সেই উত্তেজন স"ফ্রামিত হইয়াছে, তারা আলো লঙ্গয় অগ্রসর হইল। আনন্দ ও বিস্ময়ে নিৰ্ব্বাক মাপব ইটের একধাপ সিড়ি আবিষ্কার করিয়াছে । সিড়ি খুব সঙ্কীর্ণ ও পাড়া, মাকড়সার জালে ভক্তি। বাক্যব্যয় না করিয়া মাপব লাফে লাফে সেই সিড়ি বাঙ্গিয় উপরে উঠতে লাগিল এবং বিস্ময়ে বিমূঢ় তারা ও দ্রুতপদে তাঙ্গর অনুসরণ করিল। সিডি পার হইয়া একটি দরজা—আপাতদৃষ্টিতে দোতলার কোনও ঘরেরই দরজা বলিয়; মনে হয়, কিন্তু আসলে দোতলা নয়। ঘরটির উচ্চত। দেখিয়াই মাধব বুঝিতে পারিল যে, তাহ একটি চোর-কুঠরি—অতি কৌশলে সকলের দৃষ্টিকে প্রতারিত করিবার জন্যই কুঠরিটি নিৰ্ম্মিত । বাড়ির অন্য কোনও স্থান হইতে এই কুঠরি পরিলক্ষিত হয় না, কারণ একই কামরাকে উপর নীচে ভাগ করিয়। দুইখানি কামরা করা হইয়াছে ; পাশের অন্যান্য কামরা ও বারান্দার উচ্চতা এই দুষ্ট কামরার সম্মিলিত উচ্চতার সমান হইলে ও কোন স্থান হইতে তুলনা করিয়া বুঝিবার উপায় নাই । উপরের কুঠরি একেবারে জানালাবজ্জিত । মাধব কম্পান্বিত দেহে অত্যন্ত উত্তেজিত অবস্থায় এক্ট দরজার তালা খুলিতে চেষ্টা করিল ; দুই-তিনবার বিফল হইয়া আকস্মিক চেষ্টায় রক্তাক্ত আঙল লইয়া মাধব শেষে সে দরজাও খুলিয়া ফেলিল । ঝন ঝন শব্দ ও তাহার প্রতিধ্বনিতে কক্ষ মুখর হইল । তারা তাহার পশ্চাৎ পশ্চাং প্রবেশ করিল, তাহার হাতে প্রদীপ—প্রদীপের ক্ষীণ আলোকে তাহার একটা অপ্রত্যাশিত দৃশু দেখিল । বানিস-করা মেহগনির একটি পাট-ক্রেপের ঝালরে ঢাকা, এবং থাটের উপর একটি নারীমূৰ্ত্তি । তারা ও মাধব উভয়েই ছুটিয়া খাটের নিকটে গেল ।