পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী S ○ J ভিতরে প্রবেশ করিয়া সেই নির্জন অন্ধকার ঘরের অপরূপ সজ্জা দেখিয়। সে বিস্মিত ও তষ্টয়াছিল । স্বকীর মাকে ইহার কারণ জিজ্ঞাসা করিতে গিয়া সে আরও চমংকুত হইয় দেখিয়াছিল যে, বুড়ী অস্তদ্ধান করিয়াছে এবং বাতির তক্টতে দরজা ও বন্ধ । বুদ্ধিমতী মাতঙ্গিনী অবিলম্বে বুঝিতে পারে যে সে কাদে প দিয়াছে এবং সেক্ট অবস্থায় কি করা কর্তব্য তাত নিৰ্দ্ধারণ করিতে ৪ তাহার বিলঙ্গ হয় মাঠ । সন্ধ্যায় মথুর ঘোষ আসিয়া আপনাকে তাহার চরণ প্রান্তে নিক্ষেপ করে, মাতঙ্গিনী তাঙ্গকে ঘৃণাভরে প্রত্যাগান করায় আহত ও ব্যথিত মথর মনে মনে স্তিরপ্রতিজ্ঞ হয় যে, যেমন করিয়াক্ট হউক সে তাহার প্রতিহিংসা ও লালস চরিতার্থ করিবে । মপুর বিদায় লইবার সময় পৈশাচিক দৃষ্টি নিক্ষেপ করিয়া বলে, তোমাকে আমার কাছে আত্মসমপণ করতেই হবে, প্ৰাণেশ্বরী। মাতঙ্গিনীর দৃষ্টিতে যে আগুন বালকিয় উঠিয়াছিল, তাহাতে কুড়িজন পুরুষের দৃষ্টি প্রতিহত হয় । সে বলিল, কখনই না, কথনষ্ট আমি তোমার হব না –তারপর সে মথরের ঠিক সম্মুখে গিয়া দীর্ঘ দেহ দীর্ঘতর করিয়া বলিয়াছিল, দেখ, আমার দিকে চাও, আমি নারী হ’লেও যুবতী, গায়ের জোর তোমার চাইতে আমার কম নয় —ন, তুমি বুঝি সাঙ্গোপাঙ্গ ডাকবে ? মথর ঘোষ শক্তিপরীক্ষার এই অপরূপ আঙ্গবানে স্তম্ভিত হইয়াছিল । কিয়ংক্ষণ পরে আত্মস্থ হইয়। সে বলিয়াছিল, তোমার জঠরাগ্নি আমার সাহায্য করবে, স্ত্রীলোকের বিরুদ্ধে আমি অন্য অস্ত্র প্রয়োগ করি না । মাতঙ্গিনী বলিয়াছিল, হঁ্যা, উপবাসই আমার একমাত্র সহায় । মথুর স্থির করিয়াছিল মাতঙ্গিনীকে থাইতে না দিয়া তাহার প্রস্তাবে রাজি করাইবে, মাতঙ্গিনী স্থির করিয়াছিল সে উপবাস করিয়া মরিবে ।