পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী ما، جد এই অল্প কয়টি কথাই যেন যাদুমন্ত্রের কাজ করিল। গৃহস্থালীর অনির্দিষ্ট তৈজসপত্রাদির অভাব সম্বন্ধে যাহার উচ্চ কণ্ঠ এতক্ষণ বায়ুমণ্ডল আলোড়িত করিতেছিল, একটা বিপুল আৰ্ত্তনাদের মাঝখানেই সে থামিয়া গেল—সেই গোলগাল কালো বপুখানি আর দেখা গেল না। ঝাটাহস্তেন সংস্তিতা শ্রীমতীর হস্ত হইতে প্রচণ্ড অসুখানি খসিয়া পড়িল ; সপাততার দ্যায় মুহূৰ্ত্তকাল সেখানে দাড়াইয় সে দ্রুতপদে তাহার অৰ্দ্ধউলঙ্গ মেদভার কোনও অন্ধকার কোণে লুকাইবার প্রয়াস করিল। পিত্তল বাসন মাজিবার কার্য্যে যে অনলবর্ষিণী রত ছিল, তাহার কণ্ঠের মধুর অভিশাপবাণী অসম্পূর্ণ রহিয়া গেল ; তাতার বাহু ও জিহবার আবৰ্ত্তন সম্পূর্ণ না হইতে হইতেই থামিল। মংস্যকুলের নিধন-সাধনে যে ব্যস্ত ছিল, সেও খানিক বাধা পাইল এবং যদিও সাহস সঞ্চয় করিয়া পুনরায় সে কার্য্যে মনোনিবেশ করিল, তেমন আওয়াজ আর তাহার কণ্ঠ হইতে নিঃস্থত হইল না। রন্ধনশালায় অধিষ্ঠাত্রী দেবীর ঘৃতবিষয়ক প্রস্তাব অসম্পূর্ণ রহিয়া গেল বটে, কিন্তু তাড়াতাড়িতে পলাইতে গিয়া সে ভুলক্রমে ঘিয়ের পাত্রটাই লইয়া গেল—ইহারই অংশবিশেষের জন্যই এতক্ষণ বাগ বিতণ্ড হইতেছিল। প্রদীপ হস্তে ইতস্ততসঞ্চরণশীল মূৰ্ত্তির দ্রুতধাবনে অন্তৰ্দ্ধান করিল বটে, তাহাদের চরণের অলঙ্কার মুখর হইয়৷ তাহাদিগের আত্মগোপনের পথে বাধা জন্মাইল । অন্ধকারে দুই উলঙ্গ বীরের যুদ্ধ দুই পক্ষেরই পৃষ্ঠপ্রদর্শনে সমাপ্ত হইল ; তবে অপেক্ষাকৃত কৃতী যোদ্ধা যে, সে পলাইবার মুখেও বিপক্ষের পশ্চাতে একটি লাথি মারিয়া নিজের প্রাধান্ত প্রচার করিতে ছাড়িল না। এই বীরের পশ্চাৎ পশ্চাৎ আগডুম বাগডুম খেলায় রত বালিকার খেলা ছাড়িয়া হাসি চাপিবার বৃথা চেষ্টা করিতে করিতে পলাইল । ইতিপূৰ্ব্বে যে দৃশ্বের কলকোলাহলের তুলনা ছিল না, সেই দৃশুই হঠাৎ একেবারে নীরব হইয়া গেল, শুধু ঘরের প্রবীণা গৃহিণীই শাস্ত স্থির ভাবে গৃহকৰ্ত্তার সম্মুখে দাড়াইয়া রহিলেন ।