পাতা:রাজমোহনের স্ত্রী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজমোহনের স্ত্রী * ド সপন্ধে তাইia থেষ্ট আশঙ্কা হইতেছিল –বিশ্বাস কর, আমি একাজ করি লি ; মনে করে দেখ, আমি তোমাদের সঙ্গেই বাড়ি ছেড়ে গেছি এপং ফিরে না আস পৰ্য্যস্ত তোমাদের সঙ্গেই ছিলাম ; এক মুহূর্কের জন্যে তোমাদের সঙ্গ কি আমি ছেড়েছি ? н —থাক থাক, ঢের চালাকি হয়েছে---,ছলের হাতের মোয় পেয়েছ আর কি ! এই দেয়ালের পাশে আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার সী ঠিক বুমুচ্ছে কি ন দেখবার জন্যে একবার ঘরের ভেতর আস নি তুমি ? তাকে সব বলে তুমি তার হাত দিয়েই খবর পাঠিয়েছ, আমরা বুঝি না ? বল যে, এও মিথ্য । সে খবর না দিলে আর কে খবর দিতে পারে শুনি । ---স্বীকার করছি সেই খবর দিয়েছে, কিন্তু আমার অজানতে । আমি সখন ধরে ঢুকেছিলাম তখন সে সত্যি ধূমূচ্ছিল । যে কোন ও দিব্যি করতে বল করতে রাজি আছি । সদার রূঢ় কণ্ঠে বলিল, টের মিথ্যে বলেছ, আর নয় । তোমাকে {চলতে আর বাকি নেই | তোমার মতলব যদি থারাপষ্ট না হবে, মাধব দোযের বাড়ি থেকে হাক শোনবার সঙ্গে সঙ্গেই তুমি পালিয়ে এলে কেন ? তোমার মতলব হাসিল হয়েছে, তখন আর থেকে দরকার ? শোন বন্ধু, BB BBBB BSBB BBBS BB BBBB BBBBB BBB BBB BS BBB 2空S をS রাজমোহনের নিশ্বাস লইতে কণ্ঠ হইতেছিল । সদারের বিপুল বপুখানি তাহার বুকে চাপিয়ু বসিয়াছিল এবং যথেষ্ট শক্ত হইলেও আর অধিকক্ষণ সে গুরুভার সহ করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিয়াছিল । সে বলিয়া উঠিল, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও, ইষ্টদেবতার দিব্যি ক’রে বলছি—এ কথা ঠিক নয়, মায়ের দিব্যি, আমি কিছুই জানি না । —তোমার স্ত্রীইবা এ কাজ করলে কেমন করে ? সে তো ঘুমুচ্ছিল ; এই প্রশ্ন করিয়া দস্থ্যসর্দার রাজমোহনের বুক হইতে নামিয়া বসিল, কিন্তু