পাতা:রাজযোগ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধ্যান ও সমাধি সহিত, যে ধৰ্ম্ম না মানে, তাহার বড় বিশেষ প্রভেদ নাই । কারণ, আমাদের অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধীয় কোনরূপ প্রত্যক্ষানুভূতি নাই। এই একাগ্রতা-সাধনের প্রয়োজন—প্ৰত্যক্ষানুভূতি লাভ। এই সমাধি লাভ কবিবার প্রত্যেক অঙ্গই বিশেষরূপে বিচারিত, নিয়মিত, শ্রেণীবদ্ধ ও বৈজ্ঞানিক প্রণালীতে সংবদ্ধ হইয়াছে। যদি ঠিক ঠিক সাধন হয়, তাহা হইলে উহা নিশ্চয়ই আমাদিগকে প্রকৃত লক্ষ্য স্থলে পহুছিয়া দিবে। তখন সমুদয় দুঃখ চলিয়া যাইবে, কৰ্ম্মের বীজ দগ্ধ হইয়া যাইবে, আত্মাও অনন্তকালের ez is &# Wf& v%g . 33°C)