পাতা:রাজযোগ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজযোগ ধ্যান কর । তুমি যদি ইহাতেও সমর্থ না হও, তবে যে কোন পবিত্র বস্তু তোমার ভাল লাগে, তাহাই ধ্যান কর । যথাভিমতধ্যানাদ্বী ॥ ৩৯ ॥ সূত্রার্থ।—অথবা যে কোন জিনিষ তোমার নিকট ভাল বলিয়া বোধ হয়, তাহারই ধ্যান দ্বারা (সমাধি লাভ হয় )। ব্যাখ্যা। অবশু ইহাতে এমন বুঝাইতেছে না যে, কোন অসৎ বিষয় ধ্যান করিতে হইবে। কিন্তু যে কোন সৎ বিষয় তুমি ভালবাস—যে কোন স্থান তুমি খুব ভালবাস, যে কোন দৃশু তুমি খুব ভালবাস, যে কোন ভাব তুমি খুব ভালবাস, যাহাতে তোমার চিত্ত একাগ্র হয়, তাহারই চিন্তা কর । পরমাণুপরমমহত্ত্বান্তোহস্যবশীকারঃ ॥ ৪০ ॥ সূত্রার্থ। এইরূপ ধ্যান করিতে করিতে পরমাণু হইতে পরম বৃহৎ পদার্থে পৰ্য্যন্ত তাহার মন অব্যাহতগতি হয়। ব্যাখ্যা। মন এই অভ্যাসের দ্বাবা অতি স্বক্ষ হইতে বৃহত্তম বস্তু পৰ্য্যন্ত সহজে ধ্যান করিতে পারে । তাহা হইলেই এই মনোবৃত্তি প্রবাহগুলিও ক্ষীণতর হইয়া আইসে। ক্ষীণবৃত্তেরভিজাতস্তেব মণেগ্র ইতৃগ্রহণগ্রাহেষু তৎস্থ-তদঞ্জনতাসমাপত্তি ॥ ৪১ ৷ Σb"8