পাতা:রাজযোগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যান্ন সাধন পাদ তপঃ স্বাধ্যায়েশ্বরপ্রণিধাননি ক্রিয়াযোগঃ ॥ ১ ॥ সূত্রার্থ।—তপস্যা, অধ্যাত্ম-শাস্ত্র পাঠ ও ঈশ্বরে সমুদয় কৰ্ম্মফল সমৰ্পণকে ক্রিয়াযোগ কহে । ব্যাখ্যা। পূৰ্ব্ব অধ্যায়ে যে সকল সমাধিব কথা, বলা হইয়াছে, তাহা লাভ করা অতি দুর্ঘট । এই জন্য আমাদিগকে ধীরে ধীরে ঐ সকল সমাধিলাভের চেষ্টা করিতে হইবে । ইহার প্রথম সোপানকে ক্রিয়াযোগ বলে । ইহার শব্দার্থ—কৰ্ম্ম দ্বাবা যোগের দিকে অগ্রসর হওয়া । আমাদের ইঞ্জিয়গুলি যেন অশ্বস্বরূপ, মন তাহার প্রগ্রহ ( রশ্মি বা লাগাম ), বুদ্ধি সারথি, আত্মা সেই রথের আবোহী, আর এই শরীর রথ স্বরূপ। গৃহস্বামিস্বরূপ মানুষের আত্মা রাজা-স্বরূপে এই রথে বসিয়া আছেন । যদি অশ্বগণ অতি প্রবল হয়, রশ্মিদ্বারা সংষত না থাকিতে চায়, আর যদি বুদ্ধিরূপ সারথি ঐ অশ্বগণকে কিরূপে সংযত করিতে হইবে, তাহা না জানে, তবে এই রথের পক্ষে মহা বিপদ উপস্থিত হইবে। পক্ষান্তরে, যদি ইন্দ্রিয়ক্লপ অশ্বগণ, উত্তমরূপে সংযত থাকে, আর মনরাপ রশ্মি বুদ্ধিরূপ সারথির হস্তে দৃঢ়ৰূপে স্থত থাকে, তবে ঐ রথ ঠিক উহার গন্তব্য স্থানে পৌছিতে পারে। এক্ষণে এই 》洽甲