পাতা:রাজযোগ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোগসূত্র একদিকে টানিয়া লইয়া যাইতেছে, কাজেই স্থায়ী সুখ অসম্ভব হইয় পড়ে। • হেয়ং দুঃখমনাগতমৃ ॥১৬ সূত্রার্থ।—যে দুঃখ এখনও আইসে নাই, তাহাই ত্যাগ করিতে হইবে। - ব্যাখ্যা । কৰ্ম্মের কিঞ্চিদংশ আমাদের ভোগ হইয়া গিয়াছে, কিঞ্চিদংশ আমরা বর্তমানে ভোগ করিতেছি, আর অবশিষ্টাংশ ভবিষ্যতে ফলপ্রদানোন্মুখ হইয়া আছে । আমাদের যাহা ভোগ হইয়া গিয়াছে, তাহা ত চুকিয়া গিয়াছে। আমরা বর্তমানে যাহা ভোগ করিতেছি, তাহা আমাদিগকে ভোগ করিতে হইবেই হইবে, কেবল যে কৰ্ম্ম ভবিষ্যতে ফলপ্রদানোমুখ হইয় আছে, তাহাই আমরা জয় অর্থাৎ নাশ করিতে পারিব । এই কারণেই আমাদিগের সমুদয় শক্তি, যে কৰ্ম্ম এক্ষণেও কোন ফল প্রসব করে নাই, তাহারই নাশের জন্ত নিযুক্ত করা আংগুক । দ্রষ্ট দৃশুয়োঃ সংযোগো হেয়হেতুঃ ॥১৭ সূত্রার্থ —এই যে হেয়, অর্থাৎ যে ছঃখকে ত্যাগ করিতে হইবে, তাহার কারণ, দ্রষ্টা ও দৃশ্বের সংযোগ । ব্যাখ্যা । এই দ্রষ্টার অর্থ কি ? মমুষ্যের আত্মা—পুরুষ । দৃপ্ত কি ? মন হইতে আরম্ভ করিয়া স্থল-ভূত পৰ্যন্ত সমুদয় প্রকৃতি। এই পুরুষ ও মনের সংযোগ হইতেই মুখদুঃখ সমুদয় উৎপন্ন হইয়াছে। তোমাদের অবশু স্মরণ থাকিতে পারে, এই যোগশাস্ত্রের মতে পুরুষ শুদ্ধস্বরূপ ; যখনই উহা প্রকৃতির 守》冲